বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
দলাদলির রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাওলানা জব্বারের
মহান বিজয়ের ৫৪তম বর্ষ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে একটি সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় র্যালিটি নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি পর্যন্ত গিয়ে পুনরায় মিশনপাড়ায় এসে শেষ হয়।
র্যালি শুরুর আগে বিজয় দিবস উপলক্ষে সংক্ষিপ্ত বক্তব্য দেন ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আবদুল জব্বার। তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা অর্জনে তাঁদের আত্মত্যাগ স্মরণ করেন।
বক্তব্যে তিনি বলেন, “বিজয়ের মূল প্রত্যাশা ছিল একটি বৈষম্যমুক্ত ও মানবিক বাংলাদেশ গড়ে তোলা। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ দেশপ্রেমিক শক্তি ৫ আগস্ট শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটি নতুন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “দলাদলির রাজনীতি পরিহার করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে হাদীর মত দেশপ্রেমিককে কেউ আঘাত করে পালিয়ে যেতে পারবে না।”
মাওলানা আবদুল জব্বার আশা প্রকাশ করে বলেন, নতুন প্রজন্মের হাত ধরে একটি মাদকমুক্ত, মেধাবী ও মানবিক বাংলাদেশ গড়ে উঠবে এবং সেই লক্ষ্য অর্জনে বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হবে।
সাইকেল র্যালিতে অংশগ্রহণ করেন ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ মোহাম্মদ ইসমাইল, সেক্রেটারি অমিত হাসান, সাবেক সভাপতি আসাদুজ্জামান রাকিব, অফিস সম্পাদক আমজাদ হোসেন রাজু, অর্থ সম্পাদক রায়হান বিন রফিক, শিক্ষা সম্পাদক কামরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আল-হেলাল, প্রকাশনা সম্পাদক ওবায়দুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।





































