‘ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানকে বিজয়ী করতে হবে’
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ১২নং ওয়ার্ডে বিএনপির মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
বক্তারা বলেন, “ঐতিহাসিক ৭ই নভেম্বর সিপাহি-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের পথে এগিয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদার নতুন দিগন্ত উন্মোচিত হয়। তাঁর উদ্যোগেই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠিত হয়।”
তারা আরও বলেন, “১৭ বছরের আওয়ামী শাসনের ফ্যাসিবাদী দমননীতি ও অব্যাহত জুলুম থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র পুনরুদ্ধার করা এখন সময়ের দাবি। আগামী ২০২৬ সালের নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে বিজয়ী করতে হবে, এটাই আজকের অঙ্গীকার।”
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মোস্তফা সাগর, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড. মোঃ রেজাউল করিম খাঁন রেজা, মহানগর সাংস্কৃতিক জোটের সভাপতি হারুনুর রশিদ মুকুল, মহানগর কৃষক দল নেতা নুরুল ইসলাম জানু, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, ১২নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি সামাল সরদার, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মো. রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জুলহাস, জেলা মহিলা দলের প্রচার সম্পাদক জহুরা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, সাবেক সদর থানা যুবদলের সভাপতি বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, ১৪নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহসাধারণ সম্পাদক মোঃ হানিফ, ১৩নং ওয়ার্ডের আমলাপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব মোঃ শামীম রেজা, আলী আমজাদ মিন্টু, আমলাপাড়া বড় বাড়ির বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোঃ শাহজাহান, তানজিল, তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, সদর থানা যুবদল নেতা স্বপন, বিএনপির নেতা দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম, সুজন, সঞ্জু, জিতু, রাকিব, বাবু প্রমুখ।
সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর অঙ্গীকার ব্যক্ত করেন।





































