বন্দরে মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ওমর ফারুক (২৬) নামের এক মানসিক প্রতিবন্ধী যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার রেলী আবাসিক এলাকার দুলাল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত ওমর ফারুক একই এলাকার মৃত আলী হোসেন মিয়ার ছেলে এবং দুলাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
ওমর ফারুকের মা জানান, “আমার ছেলে গত ছয় বছর ধরে মানসিক প্রতিবন্ধী ছিল। ঢাকা মানসিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল সে। রবিবার দুপুরে খাবার দিতে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।”
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। পরবর্তীতে পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় পুলিশ। রাতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।





































