বিএনপি নেতাদের সঙ্গে সাক্ষাতে ঐক্যের ডাক মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের বিএনপি, যুবদল, কৃষক দল, তাঁতী দল ও মহিলা দলের নেতৃবৃন্দ বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী, নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন। বুধবার (৯ অক্টোবর) এ শুভেচ্ছা সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে সাবেক সাধারণ সম্পাদক ও থানার যুগ্ম আহ্বায়ক মো. অহিদুল ইসলাম, সাবেক সহসভাপতি আবদুল আজিজ সুজন ভূঁইয়া, জাতীয় ফুটবলার সোহেল রানা, ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম শামীম ও সাবেক ফুটবলার ইসাল উদ্দিন মাহমুদ।
মুসাপুর ইউনিয়ন বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সাবেক ভাইস প্রেসিডেন্ট (বন্দর থানা বিএনপি) রুহুল আমিন হাওলাদার, সাবেক সহসভাপতি গুলজার হোসেন, ১ নম্বর ওয়ার্ড সহসভাপতি তৌহিদ মিয়া, মহানগর মহিলা দলের সহ সাংগঠনিক সম্পাদক ও বন্দর থানা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম এবং ২৫ নম্বর ওয়ার্ড মহিলা দলের সদস্য তাসলিমা।
এছাড়া ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি থেকে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান ওয়ার্ড সভাপতি হাজী ইসমাইল হোসেন, মহানগর তাঁতী দলের সহসভাপতি ইলিয়াস বারি মামুন, যুবদলের সহসভাপতি বুলবুল আহমেদ বুলু, সাবেক সহসভাপতি জানে আলম দুলাল, যুবদল নেতা বাবর খায়ের, সাবেক সহসভাপতি রতন দত্ত, যুবদলের সাবেক সহসভাপতি মো. হালিম, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব আলম, কৃষক দলের সদস্য সচিব আব্দুল হাই, এবং যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল খান ও শুক্কুর মোল্লা।
২০ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মো. জাহিদুল হাসান ভিক্টর, সাবেক ক্রীড়া সম্পাদক সাঈদ পারভেজ, সাবেক সহ ক্রীড়া সম্পাদক মো. খুকু, পারভেজ আলী, নূর আলম, ইরফান (সাবেক যুব সভাপতি), ওয়ার্ডের নেতৃবৃন্দ কালু মোল্লা, সাঈদ মোল্লা ও আমিনউদ্দিন।
মদনপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাবেক যুবদল সভাপতি মো. বাবুল ইসলাম, বন্দর থানা বিএনপির সাবেক সদস্য ইয়াকুব দেওয়ান, সাবেক সহসভাপতি নুরুল ইসলাম ও মোক্তার হোসেন, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শামসুল হক, যুবদলের সাবেক সহসভাপতি শাহীন আলম, ছাত্রদলের সাবেক সহসভাপতি (১ নম্বর ওয়ার্ড) আজহারুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড সদস্য বশীর আহমেদ, ছাত্রদল মদনপুর ইউনিয়নের সভাপতি রাফিজুল ইসলাম রাফি, বন্দর থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সাইফুল ইসলাম, যুবদল ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর দেওয়ান এবং সহসভাপতি আল আমিন প্রধান।
তৃণমূলের এসব নেতাকর্মী মাসুদুজ্জামান মাসুদকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বিএনপির সাংগঠনিক কর্মকা-ে তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির পতাকা আরও শক্তিশালী করতে মাসুদুজ্জামান মাসুদের মতো নিবেদিতপ্রাণ নেতার প্রয়োজন রয়েছে। তৃণমূল নেতাকর্মীদের পাশে থেকে তিনি ইতোমধ্যে জনগণের আস্থা অর্জন করেছেন।”