জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণমিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামী। শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজের পর শহরের মিশনপাড়া মোড় থেকে এ বিশাল গণমিছিল শুরু হয়। এতে অংশ নেন মহানগর ও থানা পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সংগ্রামী নারায়ণগঞ্জবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে। দেশে যেন আর কোনো অন্যায়, জুলুম বা ফ্যাসিবাদী শাসন কায়েম না হতে পারে- এটাই এখন গণমানুষের প্রত্যাশা। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়েই ছাত্র-জনতার ওপর নির্যাতনের বিচার ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। বর্তমান সরকার নির্বাচনের জন্য যে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রয়োজন, তা তৈরি করতে ব্যর্থ হয়েছে।”
গণমিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদ। তিনি বলেন, “পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে এখন গোটা দেশ ঐক্যবদ্ধ। এটি কেবল জামায়াতের নয়, গণমানুষের দাবি হয়ে দাঁড়িয়েছে। সরকারকে দ্রুত এই দাবি মেনে নিতে হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন—বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, মহানগর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, সহকারী সেক্রেটারি এইচ. এম. নাসির উদ্দিন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগর কর্মপরিষদ সদস্য ও প্রচার–মিডিয়া বিভাগের সেক্রেটারি হাফেজ আব্দুল মোমিনসহ মহানগর ও থানা জামায়াতের নেতৃবৃন্দ।