০৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:৫৪, ২ অক্টোবর ২০২৫

‘শাসক হিসাবে নয়, নির্বাচিত হলে আপনাদের সেবক হিসাবে কাজ করবো’

‘শাসক হিসাবে নয়, নির্বাচিত হলে আপনাদের সেবক হিসাবে কাজ করবো’

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা করেছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) গণসংযোগে তিনি ধর্মগঞ্জ হয়ে চটলার মাঠ, সোনার বাংলা মাঠ, বোটবাড়ি, বেপারী পাড়া ও পাকবাড়ি হয়ে ধর্মগঞ্জ গুদারাঘাটে এসে শেষ করেন এবং এলাকাবাসীর সামনে নির্বাচনী বক্তব্য প্রদান করেন।

মাওলানা আবদুল জব্বার বলেন, “সমাজে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হলে ধর্ম ও বর্ণ নির্বিশেষে সবাই শান্তি ও সুখে বসবাস করতে পারবে। কেউ কারো উপর জুলুম-নির্যাতন করতে পারবে না। মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মের লোকজনও তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারবে, এবং তাদের অধিকার নিশ্চিত করা হবে। বেকার শিক্ষিত যুবকদের যোগ্যতা অনুযায়ী কর্মক্ষেত্রের ব্যবস্থা করা হবে। যুব সমাজের বেকারত্ব দূর করতে পারলেই সমাজের অধিকাংশ অপরাধ দমন করা সম্ভব হবে, বিশেষ করে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “বিগত সময়ে মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এখন সময় এসেছে নিজেদের প্রাপ্য অধিকার বুঝে নেওয়ার। আসুন আমরা সকলে মিলে দেশ ও সমাজকে সুন্দর করার জন্য ঐক্যবদ্ধ ভূমিকা পালন করি।”

এছাড়া মাওলানা জব্বার ফতুল্লার জলাবদ্ধতার সমস্যার কথাও উল্লেখ করে বলেন, “বিগত সময়ে সংস্কারের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়েছে। সামান্য বৃষ্টিতেই যে পরিমাণ জলাবদ্ধতার সৃষ্টি হয়, সাধারণ মানুষ মানবেতর জীবনযাপন করছে। আপনাদের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহ তায়ালা যদি আমাকে আপনার খেদমতের সুযোগ দেন, প্রতিটি কাজ যথাযথভাবে, আমানতদারীর সাথে সম্পন্ন করব ইনশাআল্লাহ। দোয়া চাই আল্লাহ তায়ালা যেন ন্যায়ভিত্তিক ও ইনসাফপূর্ণ সমাজ নির্মাণের তৌফিক দেন।”

সর্বশেষ

জনপ্রিয়