০৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:০৪, ২ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জে হিন্দু-মুসলমান কোনো ভেদাভেদ নেই : তরিকুল সুজন

নারায়ণগঞ্জে হিন্দু-মুসলমান কোনো ভেদাভেদ নেই : তরিকুল সুজন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গণসংহতি আন্দোলনের জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

বুধবার (১ অক্টোবর) রাতে জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে নিতাইগঞ্জের শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দির, উকিলপাড়া হোসিয়ারি সার্বজনীন পূজা কমিটি মণ্ডপ, চাষাঢ়া ও টানবাজার এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।

এসময় নেতৃবৃন্দ দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি নির্বিঘ্নে পূজা উদযাপন নিশ্চিত করতে যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।

পরিদর্শন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “নারায়ণগঞ্জ সম্প্রীতির জায়গা। এখানে হিন্দু-মুসলমান কোনো ভেদাভেদ নেই। সবার সমান অধিকার রয়েছে। কাউকে ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গ দিয়ে চিহ্নিত করা যাবে না। সমস্ত নাগরিককে তার ধর্ম-বর্ণের ঊর্ধ্বে উঠে মর্যাদা নিশ্চিত করতে হবে। আমরা সব ধর্মের মানুষ মিলে সামনের দিকে এগিয়ে যাব। সম্প্রীতি বজায় রেখেই সমাজকে এগিয়ে নেওয়া সম্ভব। আপনারা নির্বিঘ্নে উৎসব পালন করুন, গণসংহতি আন্দোলন সর্বদা আপনাদের পাশে থাকবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর কমিটির নির্বাহী সমন্বয়কারী পপি রানী সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাইদুর রহমান, সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরী, প্রচার সম্পাদক স্বপ্নীল শোভনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়