বিজয়া দশমী: র্যাব-১১ এর নিরশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা

শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীকে ঘিরে নারায়ণগঞ্জসহ র্যাব-১১ এর আওতাধীন এলাকায় নিরশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিমা বিসর্জনের মতো জনসমাগমপূর্ণ আয়োজনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে, সেজন্য র্যাবের সদস্যরা কঠোর নজরদারি চালাচ্ছেন।
র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এএইচএম সাজ্জাদ হোসেন জানান, দুর্গাপূজার শেষ দিনে প্রতিমা বিসর্জন উপলক্ষে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে থাকে। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। অতিরিক্ত টহল, মোবাইল টিম এবং চেকপোস্ট স্থাপন করা হয়েছে। বিসর্জন ঘাট ও ম-প এলাকায় সাদা পোশাকের টিমসহ গোয়েন্দা নজরদারি জোরদার রাখা হয়েছে।”
র্যাব জানায়, প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীতে নারায়ণগঞ্জসহ পার্শ্ববর্তী এলাকায় হাজারো ভক্ত ও দর্শনার্থী অংশ নেবেন প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে। এসময় জনগণের নির্বিঘœ ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে র্যাব শেষ মুহূর্ত পর্যন্ত মাঠে সক্রিয়ভাবে কাজ করে যাবে।