বন্দরে আওয়ামীলীগ নেতা বশির খান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দরে চলমান অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও নাট্যভিনেতা বশির আহাম্মেদ খানকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বশির আহাম্মেদ খান বন্দর থানার উইলসন রোডের ৪৮৭/৩ নম্বর বাড়ির বাসিন্দা মনির উদ্দিন খানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টার দিকে বন্দরের খেয়াঘাট এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের ওপর সন্ত্রাসী হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় বশির আহাম্মেদ খানও সরাসরি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে খানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বশির খানকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(৯)২৪ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, “বন্দরে অপারেশন ডেভিল হান্ট অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।”