বন্দর সমাজসেবা কার্যালয় জরাজীর্ণ, সেবাগ্রহীতাদের ভোগান্তি

সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা সমাজসেবা কার্যালয়। ভবনের দেয়ালের প্লাস্টার খসে পড়ছে, ছাদে দেখা দিয়েছে ফাটল, বের হয়ে গেছে রড। অফিসকক্ষের দেয়ালে স্যাঁতসেঁতে ভাব এবং বর্ষায় পানি চুঁইয়ে পড়ায় বিপাকে পড়ছেন সেবাগ্রহীতারা।
প্রতিদিন অসহায়, দরিদ্র, বিধবা, প্রতিবন্ধী ও বয়স্কসহ হাজারো সুবিধাবঞ্চিত মানুষ সরকারি সহায়তা নিতে এই কার্যালয়ে আসেন। কিন্তু জরাজীর্ণ পরিবেশের কারণে তাদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। পর্যাপ্ত চেয়ার নেই, নেই একটি মানসম্মত ওয়েটিং এরিয়া। বর্ষাকালে পানি পড়ে নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ নথিপত্রও।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “বহুবার সংস্কারের প্রস্তাব পাঠানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হয়তো এটাকে ‘দরিদ্রদের অফিস’ বলেই গুরুত্ব দেওয়া হচ্ছে না।”
স্থানীয় সচেতন নাগরিকরা বলেছেন, সরকার যেখানে দরিদ্র ও অসহায়দের সেবায় নানা পদক্ষেপ নিচ্ছে, সেখানে এমন একটি প্রতিষ্ঠানের অবহেলা দুঃখজনক।
সমাজসেবা কর্মকর্তা ফয়সাল কবির বলেন, “বন্দর সমাজসেবা কার্যালয় শুধু একটি অফিস নয়, এটি অসংখ্য হতদরিদ্র মানুষের আশা ও নির্ভরতার জায়গা। তাই এর জরুরি সংস্কার ও আধুনিকায়ন এখন সময়ের দাবি।”
তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।