১১ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২২:০৮, ১০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১০, ১০ সেপ্টেম্বর ২০২৫

দলাদলির কারণে পূজায় যেন বিশৃঙ্খলা না হয়: সাখাওয়াত

দলাদলির কারণে পূজায় যেন বিশৃঙ্খলা না হয়: সাখাওয়াত

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়ের দলাদলির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় হিন্দু নেতাদের সেদিকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান। 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় তিনি এ আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, আমরা বুঝতে পারি হিন্দু সম্প্রদায়ের মধ্যেও কিছুটা দলাদলি আছে। সেই দলাদলির কারণে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই উৎসবটা আপনাদের, আমরা আপনাদের সাথে শরিক হচ্ছি। সংখ্যালঘু বলতে বাংলাদেশের সংবিধানে কিছু নাই, আমরাও বিশ্বাস করি না। আপনারাও বিশ্বাস করবেন না। আমরা আপনাদের সাথে আছি। 

তিনি বলেন, লক্ষী নারায়ণের বিষয়টি পূজা শুরু হওয়ার পূর্বেই সমাধান করা দরকার। আমরা নারায়ণগঞ্জে যারা রাজনীতি করি সবার মধ্যে সৌহার্দপূর্ণ পরিস্থিতি বিদ্যমান। আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে পূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব নূরে কুতুবুল আলম, সেনাবাহিনীর মেজর আয়াজ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরের আমীর মাওলানা আবদুল জব্বার, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল-আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, জেলা সংগঠক আহমেদুর রহমান তনু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, পূঁজা উদযাপন ফ্রন্ট জেলার আহ্বায়ক বিপ্লব কুমার সাহা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব জাবেদ আলম প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়