নারায়ণগঞ্জে মেট্রোরেল আনতে ডিটিসিএ’কে স্মারকলিপি দেবে গণসংহতি

মেট্রোরেল প্রকল্পের এমআরটি লাইন-২ এ নারায়ণগঞ্জকে যুক্ত করার দাবিতে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষকে (ডিটিসিএ) স্মারকলিপি প্রদানের পরিকল্পনা করেছে গণসংহতি আন্দোলন। রাজনৈতিক দলটির নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটির নেতারা আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সংস্থাটির সদর দপ্তরে এ স্মারকলিপি প্রদান করবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
বুধবার গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “দেশের অন্যতম বাণিজ্যিক নগরী নারায়ণগঞ্জ একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ জেলা। দীর্ঘদিন ধরে নগরবাসী যানজটে নাকাল। নগরীতে ৮ শতাংশ সড়ক থাকলেও বাস্তবে ব্যবহারযোগ্য আরো কম। এমনকি নারায়ণগঞ্জের পরিবহন খাত দুর্বৃত্ত দ্বারা নিয়ন্ত্রিত। এই দুর্বৃত্তের হাতে দশকের পর দশক ধরে নারায়ণগঞ্জবাসী জিম্মি। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জ যুক্ত থাকবে, এই সংবাদ নগরবাসীকে স্বস্তি দিয়েছিল। কিন্তু গত ৩১ আগষ্ট গণমাধ্যম সূত্রে আমরা জেনেছি, মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া হয়েছে।”
তিনি বলেন, “এমআরটি-২ থেকে নারায়ণগঞ্জ অংশকে বাদ দিলে নারায়ণগঞ্জের বিশাল জনগোষ্ঠী মেট্রোরেলের সুবিধা থেকে বঞ্চিত হবে। যা কোনোভাবেই কাম্য নয়।”
তিনি আরও বলেন, “মেট্রোরেলের ছয়টি প্রকল্পে ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো যুক্ত করা হলেও ঢাকার একেবারেই নিকটবর্তী নারায়ণগঞ্জকে যখন এমআরটি-২ প্রকল্প থেকে বাদ দেওয়া হয়, সেটাকে আমরা নারায়ণগঞ্জের প্রতি বঞ্চনা, অবহেলা এবং ষড়যন্ত্রের অংশ হিসেবেই চিহ্নিত করি। কোনোভাবেই এমআরটি-২ প্রকল্প থেকে নারায়ণগঞ্জকে বাদ দেওয়া যাবে না।”
“প্রাচীন এবং সমৃদ্ধশালী প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জকে বঞ্চিত রেখে কোন উন্নয়ন হতে পারে না” বলেও মন্তব্য করেন তিনি।
দলটির নেতারা বৃহস্পতিবার ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ডিটিসিএ কার্যালয়ে নির্বাহী পরিচালক নীলিমা আখতার বরাবর স্মারকলিপি প্রদান করবেন বলে জানান।
এ সময় দলটির প্রতিনিধি হিসেবে আরও থাকবেন মহানগর কমিটির সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা।