খালেদা জিয়ার কারামুক্তি দিবসে মাসুদের উদ্যোগে শত মসজিদে দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ সদর ও বন্দর উপজেলায় ১০০টি মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। দোয়া মাহফিলগুলোর আয়োজন করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদ।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করা হবে। একইসঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের সফলতা কামনাও করা হবে।
কারামুক্তি দিবস উপলক্ষে এক বিবৃতিতে মাসুদুজ্জামান মাসুদ বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের আপোষহীন নেত্রী। তিনি বারবার কারা নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি। তাঁর কারামুক্তি মানে শুধু একজন নেত্রীর মুক্তি নয়, এটি গণতান্ত্রিক আন্দোলনের এক ঐতিহাসিক অর্জন।”
তিনি আরও বলেন, “এ দিবসটি পালনের মাধ্যমে আমরা শপথ নিই- গণতন্ত্রের এই মহান নেত্রীর হাতকে আরও শক্তিশালী করতে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সর্বশক্তি নিয়োগ করব।”
তিনি সবাইকে দোয়া মাহফিলে অংশগ্রহণের এবং গণতন্ত্রের এই বলিষ্ঠ নেত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।