০৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:০২, ৩ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:০৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো: পারভীন আক্তার

তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো: পারভীন আক্তার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আড়াইহাজারে কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তারের নেতৃত্বে এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বিশাল গাড়ি বহর নিয়ে র‌্যালিটি আড়াইহাজার বাজার থেকে শুরু হয়ে গোপালদী, বিশনন্দী, মাহমুদপুর, উচিৎপুরা, খাগকান্দা, হাইজাদী, ব্রাহ্মন্দীসহ বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ শেষে উপজেলা সদরে গিয়ে সমাপ্ত হয়।

র‌্যালি পরবর্তী সমাবেশে পারভীন আক্তার বলেন, “বিএনপি এদেশের গণমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে নতুনভাবে প্রতিষ্ঠা করেছিলেন। আজও তার আদর্শ আমাদের অনুপ্রাণিত করছে।”

স্থানীয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “যারা পুলিশের ওপর ভর করে অপরাধের সাম্রাজ্য গড়ে তুলেছেন, তাদের সতর্ক করছি। পুলিশ প্রশাসন যদি শক্ত হাতে অপরাধ দমন না করে তবে তাদের আড়াইহাজার ছাড়তে হবে।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-২ আসনের জনগণের সমস্যা আমি জানি। মানবাধিকার, আইনের শাসন, কর্মসংস্থান সৃষ্টি, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ খাতে উন্নয়ন ঘটাতে চাই। তারেক রহমানের নেতৃত্বে আমরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবো এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করবো।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাসের সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাসের সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরাফত সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়াসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়