বুধবার স্মারকলিপি দেবে গণসংহতি আন্দোলন
নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পের অন্তর্ভুক্ত করার দাবি

নারায়ণগঞ্জকে এমআরটি-২ প্রকল্পের সঙ্গে যুক্ত করে দ্রুত বাস্তবায়নের দাবিতে আগামীকাল ৩ সেপ্টেম্বর (বুধবার) গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা একটি স্মারকলিপি প্রদান করবে। গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’ এর সদর দপ্তরে স্মারকলিপি প্রদান করা হবে।
তরিকুল সুজন বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক জেলা। দীর্ঘদিন ধরে নগরবাসী যানজটে নাকাল। নারায়ণগঞ্জের পরিবহন খাত দূর্বৃত্ত দ্বারা নিয়ন্ত্রিত, যা দশকের পর দশক ধরে জনজীবন কঠিন করে তুলেছে। এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জের অংশ থাকায় নগরবাসীর জন্য স্বস্তির খবর দিয়েছিল। কিন্তু সম্প্রতি জানা গেছে, নারায়ণগঞ্জকে এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। এটি আমাদের কাছে নারায়ণগঞ্জের প্রতি অবহেলা এবং ষড়যন্ত্র হিসেবে প্রতীয়মান হচ্ছে।”
তিনি আরও বলেন, “পূর্বে এমআরটি-২ প্রকল্পে ৪টি স্টেশনের মাধ্যমে নারায়ণগঞ্জকে যুক্ত করার পরিকল্পনা ছিল। আমরা চাই এই পরিকল্পনা বজায় রেখে ৩টি নতুন স্টেশন (শিবু মার্কেট, জেলা পরিষদ ও চাষাড়া) যুক্ত করা হোক। নারায়ণগঞ্জকে বাদ দিয়ে প্রকল্প বাস্তবায়ন করা কখনও কাম্য নয়।”
আগামীকালের স্মারকলিপিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি দল ঢাকা উত্তরায় ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড’-এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো: আবদুল বাকী মিয়ার কাছে এই দাবি উপস্থাপন করবে।