আইনজীবী নেতাদের চূড়ান্ত আইন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান এবং অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে চূড়ান্ত আইন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছে।
মঙ্গলবার বিকেলে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মো. ফরহাদ হোসেন (আইটিপি) ও মো. জাহিদ হোসেন (এলএল.বি) নেতৃত্বে অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রথমে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।
এরপর নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খোরশেদ আলম মোল্লা, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন ভূঁইয়া সবুজ এবং সমিতির অন্যান্য জ্যেষ্ঠ আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া নারায়ণগঞ্জ আইন কলেজের জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক পদপ্রার্থী আসিফ আহমেদ রাফী, সদস্য সচিব পদপ্রার্থী লুৎফন নাহার লিজা, রাহুল আহমেদ রানা, মাহমুদুন নবী, তাহসিন আক্তার, মোসা. বিউটি আক্তার ও মোসা. নাসরীন আক্তারসহ অন্যান্য শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।