০৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:২৬, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২০:৩৩, ২ সেপ্টেম্বর ২০২৫

ফতুল্লায় জমিয়তে উলামা ইসলামের মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

ফতুল্লায় জমিয়তে উলামা ইসলামের মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা শাখার উদ্যোগে মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাদ মাগরিব পশ্চিম ভোলাইলের আলহাজ্ব আব্দুল লতিফ দারুন উলুম মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান। তিনি বলেন, “বিপ্লব ঘটাতে অল্প সংখ্যক মানুষই যথেষ্ট, যদি থাকে ঐক্য, দৃঢ় মনোবল ও প্রতিজ্ঞা। প্রতিপক্ষ যত শক্তিশালীই হোক না কেন, ঐক্যবদ্ধতার মাধ্যমে বিপ্লবকে বিজয়ে রূপান্তরিত করা সম্ভব।”

তিনি আরও বলেন, “আমি মানুষের অধিকারের পক্ষে কথা বলি, এ কারণেই অনেকে বিরূপ মন্তব্য করে। তবুও আমি থামব না। মৃত্যুর আগ পর্যন্ত মানুষের অধিকারের কথা বলব। প্রয়োজনে রাজপথে মৃত্যুবরণ করতেও প্রস্তুত আছি।”

অনুষ্ঠানে জানানো হয়, ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ‘দাওয়াতি মাস ২০২৫’ উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। এসময় স্লোগান দেওয়া হয়— “জমিয়তে দাওয়াত, জমিয়তে পয়গম, আল্লাহর জমিনে, আল্লাহর নেজাম।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি হারুনুর রশিদ। সভাপতিত্ব করেন ফতুল্লা থানা শাখার সহ-সভাপতি মুফতি আলাউদ্দিন ফরাজি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব মাওলানা তাইজুল ইসলাম আব্বাসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামাল উদ্দিন দায়েমী, সভাপতি, নারায়ণগঞ্জ মহানগর জমিয়ত; মাওলানা মনাওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জমিয়তসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুফতি আবু ইউসুফ, মাওলানা নোমান বিন সাদিক, মাওলানা ইরফান আলী, হাজী শাহীন, ছাত্রনেতা মিরাজ, শেখ হিরা ইসলামসহ অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

সর্বশেষ

জনপ্রিয়