০৩ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১৬, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২২:১৪, ২ সেপ্টেম্বর ২০২৫

জামায়াত নেতা আক্তারের মেয়ের মৃত্যুতে মাওলানা জব্বারের শোক

জামায়াত নেতা আক্তারের মেয়ের মৃত্যুতে মাওলানা জব্বারের শোক

নারায়ণগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার কর্ম পরিষদ সদস্য মাওলানা আক্তারের ছোট মেয়ের অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বার।

গতকাল সৈয়দপুর (কাঠপট্টি) এলাকায় আক্তারের বাসায় গিয়ে তিনি শোকাহত পরিবারকে সান্ত¡না দেন। এসময় তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার পরামর্শ দেন এবং মৃত শিশুসহ পরিবারের সবার জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, আক্তার হোসেনের দুই বছরের কন্যা দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৩০ আগস্ট ঢাকা মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

দোয়া ও মুনাজাতে অংশ নেন মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, থানা আমীর খলিলুর রহমান টিটু, মনির হোসাইন মোল্লাসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
 

সর্বশেষ

জনপ্রিয়