০২ আগস্ট ২০২৫

প্রকাশিত: ২০:১৭, ২৭ জুলাই ২০২৫

বিএনপি নেতা ইকবালের শাশুড়ির জানাজা সম্পন্ন

বিএনপি নেতা ইকবালের শাশুড়ির জানাজা সম্পন্ন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের  শাশুড়ি নাছেদা বেগমের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬ জুলাই) রাতে মিজমিজি পশ্চিম পাড়া হাজী আব্দুস সামাদ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে জানাজা শেষে পশ্চিম পাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

জানাজায় বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল, রওশন আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, আমি ইকবাল হোসেনের শাশুড়ির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

নাসিক ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আপনারা আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আল্লাহতালা তাকে যেন জান্নাতবাসী করেন।  

সর্বশেষ

জনপ্রিয়