আমরা খাওয়ার জন্য না, জনগণকে দেওয়ার জন্য রাজনীতি করি: আনু

নারায়ণগঞ্জ মহানগরের ১৯, ২০ ও ২১নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ জুলাই) বিকাল ৩টায় দড়ি সোনাকান্দা হেভেন কমিউনিটি সেন্টারে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মনোয়ার হোসেন (শোখন)। সঞ্চালনায় ছিলেন মহানগর বিএনপির সদস্য শহিদুল ইসলাম রিপন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু।
বক্তব্যে আনোয়ার হোসেন আনু বলেন, “আমরা জানি, এরশাদবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপিতে কারা ছিল। আমি কারো নাম নিয়ে মন্তব্য করতে চাই না। তবে ইতিহাস ভুলে গেলে চলবে না।" তিনি আরও বলেন, “আমরা খাওয়ার জন্য রাজনীতি করি না, বরং জনগণকে দেওয়ার জন্য রাজনীতি করি। সকলের অংশগ্রহণে এই সদস্য সংগ্রহ কার্যক্রম সফল করতে হবে।”
তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রসঙ্গ টেনে বলেন, “কোনো ফ্যাসিবাদী শক্তি কিংবা আওয়ামী লীগের দোসর যাতে এই সদস্য সংগ্রহ কার্যক্রমে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে।”
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য মো. ফারুক হোসেন। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আলমগীর হোসেন, ফারুক আহম্মেদ রিপন, অ্যাডভোকেট শরিফুল ইসলাম শিপলু, মহানগর কৃষকদলের এনামুল হক খন্দকার স্বপন, সভাপতি মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত ইসলাম রানা, মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদা আক্তার মিতা, সাবেক যুবদল নেতা মো. সরকার আলম, বন্দর উপজেলা বিএনপি নেতা ভিক্টর মৃধা, বাদল ঢালী প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ২০নং ওয়ার্ড বিএনপি নেতা পারভেজ আলী, সাদ্দাম হোসেন, তাওলাদ হোসেন, নাসির হোসেন, মোহাম্মদ ছাহিদ, মো. রাসেল, জুয়েল এবং ১৯, ২০ ও ২১নং ওয়ার্ড বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।