জুলাই শহীদ স্মরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সমাবেশ শুক্রবার

ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদদের স্মরণে নারায়ণগঞ্জে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। শুক্রবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৩টায় চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ‘শহীদ স্মরণ সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের অন্যতম নেতা সাইফুল হক।
এছাড়া পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরোর সদস্য আবু হাসান টিপু, জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখবেন।
সমাবেশের সভাপতিত্ব করবেন পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ও শ্রমিকনেতা মাহমুদ হোসেন।