গডফাদাররা ১৫ বছর কোনো উন্নয়ন করেনি: সাখাওয়াত

‘গডফাদাররা গত ১৫ বছর নারায়ণগঞ্জের কোনো উন্নয়ন করতে পারে নাই’- বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেছেন, “নারায়ণগঞ্জের গডফাদাররা গত ১৫ বছর নারায়ণগঞ্জের কোন উন্নয়ন করতে পারে নাই। নারায়ণগঞ্জ অন্যান্য জেলা থেকে অনেক অবহেলিত রয়েছে। তাই সে অবস্থা উওরণের জন্য বিএনপি ও তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। আমরা নারায়ণগঞ্জকে সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই।”
রবিবার (৬ জুলাই) বিকেলে খানপুর এলাকায় নারায়ণগঞ্জ বার একাডেমী স্কুলের হলরুমে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
অনুষ্ঠানে সাখাওয়াত হোসেন বলেন, “আমরা সুন্দর নারায়ণগঞ্জ চাই। ১৫ বছরে যে গুম-খুন নির্যাতন হয়েছে সেই নারায়ণগঞ্জ আমরা চাই না। আমরা চাই, সবাই মিলে আগামী দিনের সুন্দর নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলতে চাই। সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার ক্ষেত্রে বিএনপি একমাত্র শক্তি যা নারায়ণগঞ্জের ইতিপূর্বের বহু উন্নয়নের সাক্ষী।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে। এই বাংলাদেশে গত এক বছর পূর্বে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটিয়ে এই বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমাদের একটা সৌভাগ্য হয়েছে। সেটা হলো- আমাদের এখন কথায় কথায় মামলা হয় না, পালিয়ে থাকতে হয় না। জুলাই বিপ্লবে ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য সংগঠন নারায়ণগঞ্জে যে ভূমিকা পালন করেছে এবং অনেক নেতা-কর্মী নিহত হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি।”
তিনি নেতা-কর্মীদের ধৈর্য ধরে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিএনপি নারীদের ‘অধিক গুরুত্ব দেয়’ বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা। সাখাওয়াত বলেন, “আমরা একটা কথা বিশ্বাস করি, পৃথিবীতে যা কিছু শুভ তার মধ্যে অর্ধেক দিয়েছে নারী অর্ধেক দিয়েছে নর। বিএনপিতে নারীদের অত্যন্ত গুরুত্ব রয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি কথা বলতেন, নারী সমাজ এই দেশের অর্ধেক জনশক্তি। তারা যদি পিছিয়ে থাকে, অবহেলিত হয়, তাহলে দেশের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়।”
“বিএনপি নারী সমাজের প্রতি অধিক গুরুত্ব দেয় যাতে নারী সমাজ আগামীতে দেশের জন্য বোঝা না হয়ে দেশের জন্য আশীর্বাদ হিসেবে গড়ে উঠতে পারে। জননেতা তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির মধ্যে নারীদের জন্য বেশকিছু বিষয় উল্লেখ করা হয়েছে। সেখানে নারী শিক্ষা, নারীদের চিকিৎসা, নারীদের আইন, নারীদের বৃদ্ধভাতা বৃদ্ধি, নারীদের চাকরির সুযোগ ৩১ দফায় উল্লেখ করা হয়েছে”, যোগ করেন তিনি।
তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, নির্বাচনের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই নারী-পুরুষ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। রাজনৈতিক কিছু দল পিআর পদ্ধতিতে নির্বাচন চায়।”
নগরীর ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতউল্লাহ’র সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট. আবু আল ইউসুফ খান টিপু এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, মাহবুব উল্লাহ তপন, মহানগর মহিলাদলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না প্রমুখ।