প্রতিটি বিপ্লবে আলেম-ওলামাদের ভূমিকা স্মরণীয়: আবদুল জব্বার

“ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের জুলাইয়ের গণজাগরণ পর্যন্ত—প্রতিটি বিপ্লবে আলেম ওলামাদের ভূমিকা ছিলো স্মরণীয়। জাতির কল্যাণে সুন্দর সমাজ বিনির্মাণে আলেম-ওলামাদের জেগে উঠতে হবে।” — এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর ও সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার।
রোববার (৬ জুলাই) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা শাখার উদ্যোগে চিটাগাং রোড এলাকায় আয়োজিত "আলেম সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আলেম-ওলামারা জেগে উঠলে জাতি জেগে ওঠে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সৎ, আল্লাহভীরু নেতৃত্বের বিজয় নিশ্চিত করতে আলেম সমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
মাওলানা মনির হোসেন হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, মহানগরী ওলামা পরিষদের সভাপতি মাওলানা সাইফুদ্দিন মনির, থানা আমীর কফিল আহমেদসহ স্থানীয় আলেম-ওলামাগণ।