০৭ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ৬ জুলাই ২০২৫

গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো লড়াই চলছে: মামুন মাহমুদ

গণতন্ত্র প্রতিষ্ঠায় এখনো লড়াই চলছে: মামুন মাহমুদ

“আমরা এখনো গণতন্ত্র পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারিনি, মানুষের ভোটের অধিকার আদায় করতে পারিনি। দেশে ফ্যাসিবাদ না থাকলেও অনেকের সাথে মিষ্টি মিষ্টি লড়াই করতে হচ্ছে আমাদের। বলতে পারছি না কার বিরুদ্ধে এই লড়াই, তবে এটা সত্যি যে যুদ্ধ চলছে।” —এমন মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

রোববার (৬ জুলাই) বিকেলে ফতুল্লার এনায়েতনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুন মাহমুদ বলেন, “যতদিন আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে না পারবো, ততদিন আমাদের লড়াই চলবে। জুলাইকে ধারণ করতে হবে যেনো আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। আবার যেনো কোনো দুর্নীতিবাজ, কোনো গডফাদারের উত্থান না হয়। আমাদের ধারণ করতে হবে ১৯৭১ ও ১৯৯০ সালকে। ৭১-এ আমরা হটিয়েছিলাম পশ্চিমাদের, আর নব্বইয়ে দেশীয় ষড়যন্ত্র উৎখাত করেছিলাম।”

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব। তিনি বলেন, “সদস্য বাছাইয়ের ক্ষেত্রে সবার আগে সৎ, নীতিবান ও আপসহীন মানুষকে অগ্রাধিকার দিতে হবে। যারা ফ্যাসিবাদের সাথে তাল মিলিয়ে চলেছে, তারা যেনো কোনোভাবেই সদস্য হতে না পারে।”

এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহমুদুল হক আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী ভূইয়া, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা মহিলা দলের সভানেত্রী রেহেনা শরীফ মায়া এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য একরামুল কবীর মামুন ও নাদিম হাসান মিঠি।

শহিদুল ইসলাম টিটু বলেন, “যারা বিগত দিনে আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদী শেখ হাসিনার পতনে ভূমিকা রেখেছে, তাদেরকেই সদস্য করা হবে। কোনো গডফাদার বা ফ্যাসিবাদের অনুসারীরা দলে ঠাঁই পাবে না।”

সর্বশেষ

জনপ্রিয়