০৭ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০৮, ৬ মে ২০২৫

আপডেট: ২২:১২, ৬ মে ২০২৫

শাপলা চত্বরের নিহতদের ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবি

শাপলা চত্বরের নিহতদের ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবি

শাপলা চত্বরের নিহতদের ক্ষতিপূরণ ও 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ উলামা পরিষদের সভাপতি আল্লামা আব্দুল আউয়াল। নারায়ণগঞ্জের হাজিপাড়া মারকাযুল উলুম মাদরাসায় শাপলা চত্বরে নিহতদের মাগফিরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এই দাবি জানান তিনি। 

মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৫টায় নারায়ণগঞ্জ উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “শাপলা চত্বরে যারা মিথ্যা মামলায় জেল খেটেছে, আত্মগোপনে ছিল, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। যারা সেদিন শহীদ হয়েছেন বা চিরতরে অচল হয়ে গেছেন, তাদের ক্ষতিপূরণ দিতে হবে।” তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট সরকারের নির্দেশেই আমাদের ভাইদেরকে গুলি করে আহত ও পঙ্গু করা হয়েছে। এমনকি তখন তাদের পরিচয়ও আমরা প্রকাশ করতে পারিনি—হুমকি-ধামকি ও নির্যাতনের ভয়ে।”

আব্দুল আউয়াল আরও বলেন, “যারা সেদিন আমাদের নির্যাতন করেছে, সেই সরকারের দোসররা আজও রাষ্ট্রযন্ত্রে পেত্মাতার মতো সক্রিয়। তাদের পুনর্বহাল যেন না হয়, সেজন্য তৌহিদী জনতাকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আবারও শাপলা চত্বরের মতো আন্দোলন গড়ে তোলা হবে।” সভা শেষে হেফাজতের আন্দোলনে শহীদ এক পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর ও আমলাপাড়া মাদ্রাসার মুহতামিম আল্লামা আব্দুল কাদির, উলামা পরিষদের সহ-সভাপতি মাওলানা মুফিজুল ইসলাম, হাজিপাড়া মাদ্রাসার নায়েবে মুহতামিম মুফতী আব্দুল আহাদ, শিক্ষাসচিব মুফতী মাহমুদুল হাসান, মুফতী আব্দুল গনী, মুফতী শেখ শাব্বীর আহমাদ, মাওলানা হাফিজুর রহমান আশেকী, মাওলানা মুহিব ইমতিয়াজ, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, মুফতী রিয়াজুল ইসলাম, মুফতী তৌফিক বিন হারিছ, হাফেজ জাহিদ হাসান প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়