০৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩১, ৫ মে ২০২৫

ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে মানববন্ধন

ছাত্রদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাসুদুর রহমানের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (৫ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫নং ক্যানেল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ এলাকার শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মাসুদুর রহমান দীর্ঘদিন ধরে ছাত্রদল পরিচয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। নিরীহ মানুষের জমি দখল, ঘরবাড়ি ভাঙচুর, মাদক ব্যবসা, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে তিনি জড়িত। তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

বক্তারা আরও বলেন, গত শনিবার (৩ মে) গোলাকান্দাইল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নাগেরবাগ এলাকায় মাসুদের নেতৃত্বাধীন সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে যুবদল নেতা অলি, শাহজালাল, শাওনসহ পাঁচটি পরিবারের বসতবাড়িতে হামলা চালায়। তারা অলির বাড়িতে পরপর তিনদিন হামলা করে এবং গুলি চালিয়ে হত্যার হুমকি দেয়।

এ ছাড়া মাসুদের বাহিনীর বিরুদ্ধে দোকানপাটে ভাঙচুর, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি এবং চাঁদা না দেওয়ায় কয়েকজনকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগও তোলেন বক্তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এলাকার শান্তিপ্রিয় মানুষ প্রতিনিয়ত মাসুদের ভয়ে আতঙ্কে থাকে। আমরা চাই, তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।”
 

সর্বশেষ

জনপ্রিয়