সোনারগাঁয়ে প্রাইভেটকারযোগে সাড়ে ৭ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে একটি সাদা প্রাইভেটকারযোগে অটোরিকশা গতিরোধ করে এক নারী যাত্রীর কাছ থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ মে) বেলা ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রোমা আক্তার, সোনারগাঁ পৌর এলাকার গোয়ালদী গ্রামের মো. মামুন মিয়ার স্ত্রী। তিনি জানান, মোগরাপাড়া চৌরাস্তার ইসলামী ব্যাংক থেকে জমি ক্রয়ের বায়নার জন্য তিনি ৭ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। এরপর বড় বোন জামাই পলাশ আহম্মেদকে সঙ্গে নিয়ে একটি অটোরিকশায় করে ছোট সাদিপুর ব্র্যাক এনজিও কার্যালয়ের দিকে যাচ্ছিলেন ঋণের কিস্তি পরিশোধ করতে।
পথে ব্র্যাক কার্যালয়মুখী সড়কে পেছন থেকে আসা একটি সাদা রঙের প্রাইভেটকার তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে গাড়িতে থাকা ছিনতাইকারীরা রোমার হাতে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে ঢাকামুখী মহাসড়কে পালিয়ে যায়।
ঘটনার পর পরই সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার উপপরিদর্শক (এসআই) রতন বৈরাগী জানান, “পার্শ্ববর্তী একটি কারখানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলেও এখনো গাড়ির নম্বর বা ছিনতাইকারীদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে মহাসড়কে থাকা সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে শনাক্তের চেষ্টা চলছে।”
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খাঁন বলেন, “ছিনতাইয়ের বিষয়টি জানার পর পুলিশ তদন্তে নেমেছে। আমরা আশা করছি, খুব শিগগিরই ছিনতাইয়ে ব্যবহৃত প্রাইভেটকার সনাক্ত করে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হবে।”