০৭ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৪৮, ৬ মে ২০২৫

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢাকায় নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

খালেদা জিয়াকে স্বাগত জানাতে ঢাকায় নারায়ণগঞ্জ বিএনপির শোডাউন

যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শুভেচ্ছা ও অভ্যর্থনা জানাতে ঢাকার রাজপথে যোগ দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী। মঙ্গলবার (৬ মে) সকাল থেকেই নেতাকর্মীরা ঢাকার উদ্দেশে রওনা হন এবং নির্ধারিত স্থান কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেন।

এ কর্মসূচিতে অংশ নেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সদস্য আজাহারুল ইসলাম মান্নানসহ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ।

এছাড়া, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা ও তাদের অনুসারীরাও ঢাকায় অবস্থান নেন।

অঙ্গসংগঠনের মধ্যে যুবদলের মহানগর আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, স্বেচ্ছাসেবক দলের শাখাওয়াত ইসলাম রানা, সদস্য সচিব মমিনুর রহমান বাবু, ছাত্রদলের মহানগর শাখার সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর প্রমুখ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার গাড়িবহর ঢাকায় পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। 

জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ বলেন, “ফ্যাসিবাদী সরকারের অন্যায়ের শিকার হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছয় বছর কারাবন্দি ছিলেন। আমরা বহু চেষ্টা করেও তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে পারিনি। আজকে তিনি নিজেই চিকিৎসা শেষে দেশে ফিরেছেন—এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দের মুহূর্ত। গণতন্ত্রের মা যখন দেশে ফিরেছেন, তখন জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে। নারায়ণগঞ্জ সবসময় আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল, এবারও নেত্রীর হাত ধরে সেই আন্দোলন সফল হবে।”

তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলনে নারায়ণগঞ্জ থেকে বহু মানুষ জীবন দিয়েছে। আজ আমরা সেই ত্যাগের বিনিময়ে নেত্রীকে বরণ করে নিতে এসেছি। এই দেশেই তিনি থাকতে চেয়েছেন, এই দেশেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শপথ নিয়েছেন।”

সর্বশেষ

জনপ্রিয়