০৪ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫১, ৩ মে ২০২৫

খালেদা জিয়ার রোগমুক্তি ও নিহত নেতাকর্মীদের স্মরণে মিলাদ মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি ও নিহত নেতাকর্মীদের স্মরণে মিলাদ মাহফিল

নারায়ণগঞ্জ শহরের আল জয়নাল ফেব্রিক্স মার্কেটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় নিহত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ মে) এই দোয়া মাহফিলের আয়োজন করেন সদর থানা যুবদল নেতা শিকদার বাপ্পী চিশতী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্দর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলী নওশেদ তুষার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ।

প্রধান অতিথির বক্তব্যে মাজহারুল ইসলাম জোসেফ বলেন, "বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজকের এই আয়োজন। পাশাপাশি গত ১৫-১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময় গুম ও হত্যার শিকার হাজারো নেতাকর্মীর স্মরণে এ আয়োজন। এই সময়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আত্মত্যাগে দেশে গণজাগরণের সূচনা হয়েছে।"

তিনি বলেন, "স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। এই মুহূর্তে আমাদের দায়িত্ব অনেক বেশি। বিএনপি হচ্ছে ১৭ কোটি মানুষের আস্থার প্রতীক—এই জায়গা ধরে রাখতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।"

দোয়া মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং নিহত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাকিল আহমেদ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মনোয়ার হোসেন শোখন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমীর হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, মাহমুদুর রহমান মাসুম, মহানগর যুবদল নেতা সবুজ, সাইদ, মনা, ফয়সাল হোসেন, রবিন খান, সাদ্দাম হোসেন, শাকিল হোসেন, মামুন, আলমগীর মিয়া, আকরাম আহম্মেদ সরকার, পায়েল, পাবেল সিকদারসহ অন্যান্য নেতাকর্মীরা।

সর্বশেষ

জনপ্রিয়