০৭ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৫৮, ৬ মে ২০২৫

আপডেট: ২০:৫৯, ৬ মে ২০২৫

‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ বাস্তবায়নে সদর উপজেলায় কর্মশালা

‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ বাস্তবায়নে সদর উপজেলায় কর্মশালা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নে সদর উপজেলার উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কর্মশালার আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মো. আব্দুল ওয়ারেছ আনসারী।

কর্মশালায় ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি বাস্তবায়নে পরিবেশ রক্ষা, সবুজায়ন, সচেতনতা বৃদ্ধি ও জনগণের সম্পৃক্ততা বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

কর্মসূচির অংশ হিসেবে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও সিটি করপোরেশন এলাকায় ১ লাখ বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য গাছের প্রকার, পরিমাণ ও রোপণের স্থান নির্ধারণে ইউনিয়নভিত্তিক গ্রুপ ওয়ার্ক ও উপস্থাপনা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে টিম বিল্ডিং ও কমিউনিটি গঠনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসূচি বাস্তবায়নের রূপরেখা তৈরি করা হয়।

কর্মশালায় অংশ নেন পরিবেশ আন্দোলনের কর্মী, বৃক্ষপ্রেমী, নার্সারি মালিক, এনজিও প্রতিনিধি, বিডি ক্লিনের স্বেচ্ছাসেবক, স্কাউট সদস্য, শিক্ষক, কলেজ শিক্ষার্থী, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ইউপি ও ভূমি অফিসের কর্মকর্তা, কৃষি উপসহকারী কর্মকর্তা এবং সিটি করপোরেশনের প্রতিনিধিরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমূল হুদা, ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূর, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের দেবযানী করসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ

জনপ্রিয়