পিন্টুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাকির খানের পক্ষ থেকে স্মরণসভা

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সভাপতি নাসির উদ্দীন আহমেদ পিন্টুর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকেলে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু রোডস্থ সিটি দোয়েল প্লাজায় সাবেক ছাত্রদল নেতা জাকির খানের পক্ষ থেকে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ এ আয়োজন করে
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেন, “নাসির উদ্দীন পিন্টু কর্মী গড়ার কারিগর ছিলেন। বিডিআর হত্যাকাণ্ড তদন্ত কমিটির প্রধান ফজলুর রহমান আমাকে বলেছিলেন, যদি পিন্টু বেঁচে থাকতেন তাহলে তদন্ত আরও ভালোভাবে করা যেত। তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে গেছেন নাসির উদ্দীন পিন্টুকে হত্যা করা হয়েছে, ভবিষ্যতের সরকার যেন তার হত্যার বিচার নিশ্চিত করে।”
রবি আরও বলেন, সামনে জাতীয় নির্বাচন আসছে। সকলের দোয়া ও আশীর্বাদে জাকির খান জেল থেকে মুক্ত হয়েছেন। নারায়ণগঞ্জের পাঁচটি আসন আবারও বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার মত সক্ষমতা একমাত্র জাকির খানের রয়েছে। ২০০১ সালেও তিনি একইভাবে পাঁচটি আসনে দায়িত্ব নিয়ে সফলভাবে তা করেছিলেন।”
সভায় উপস্থিত ছিলেন নাসির উদ্দিন আহমেদ পিন্টুর ভাই রিয়াজুদ্দিন মনির ও রিন্টু। তারা পিন্টুর হত্যাকাণ্ডের বিচার দাবি জানান।
সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু এবং সঞ্চালনায় ছিলেন জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি পারভেজ মল্লিক।
সভায় আরও উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিলন মেহেদী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির, মহানগর বিএনপির সাবেক অর্থ সম্পাদক সুজন মাহমুদ, মহানগর সাংস্কৃতিক জোটের হারুনুর রশীদ খান মুকুল, ফতুল্লা থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, জেলা প্রজন্ম দলের আহ্বায়ক সলিমুুল্লাহ করিম সেলিম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি এইচ এম হোসেন, সদর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলিফুল ইসলাম সীমান্ত এবং তোলারাম কলেজ ছাত্রদল নেতা ফাহিম আহমেদ।