২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:২৯, ১৪ মার্চ ২০২৫

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না: আবদুল জব্বার 

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না: আবদুল জব্বার 

নারায়ণগঞ্জ মহানগরী শ্রমিক কল্যাণের উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) সকালে চাষাঢ়ার শ্রমিক কল্যাণ অফিসে এ উপহার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগরী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আবদুল মোমিন। এতে আরও উপস্থিত ছিলেন সেক্রেটারি সোলোয়মান মুহাম্মদ মুন্না, সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফাইসুল, সহ-সভাপতি মোশারফ হোসেন, দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, মহানগরী অর্থ সম্পাদক খোরশেদ আলম রবিন, ট্রেড সম্পাদক এরশাদ শিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংগঠনের নারায়ণগঞ্জ শাখার উপদেষ্টা মুহাম্মদ আবদুল জব্বার বলেন, “বৈষম্যহীন রাষ্ট্রে আমরা সবাই সমান, শ্রমিকরা এখন থেকে আর কারো গোলামি করবে না, শুধু আল্লাহর গোলামি করবে। কেউ বন্ধু সাজার ভান করে প্রভু সাজতে চাইলে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তাকে প্রত্যাখ্যান করবো ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “অতীতে আমরা দেখেছি শ্রমিকদের প্রাপ্য অধিকার না দিয়ে অনেকেই বড় বড় কথা বলেছেন, কিন্তু আজ তারা কোথায়? সবাইকে মনে রাখতে হবে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। শ্রমিকদের সব ন্যায্য দাবি বাস্তবায়নে আমরা সবসময় পাশে থাকবো।”

নেতৃবৃন্দ শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ভবিষ্যতে শ্রমজীবীদের আরও সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

সর্বশেষ

জনপ্রিয়