২২ জানুয়ারি ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:২১, ১০ জানুয়ারি ২০২৫

শামীম ওসমানের শিক্ষা সন্ত্রাস, গিয়াসউদ্দিনের বিনয়ী: সীমান্ত

শামীম ওসমানের শিক্ষা সন্ত্রাস, গিয়াসউদ্দিনের বিনয়ী: সীমান্ত

সাবেক ছাত্রদল নেতা সীমান্ত প্রধান বলেন, "নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান তার সন্তানকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করেছেন। তার ছেলে অয়ন ওসমান কেজিএফ হিরো মনে করে সেদিন কেজিএফ স্টাইলে গুলি ছুড়েছিলেন। তার পিতা, শামীম ওসমান, তাকে সন্ত্রাসী কর্মকাণ্ডে উৎসাহিত করেছেন।"

শুক্রবার (১০ জানুয়ারি) ফতুল্লা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ তিতুমির একাডেমি স্কুল মাঠে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন। 

সীমান্ত প্রধান আরও বলেন, শামীম ওসমান ১৯৯৬ সালে এমপি হওয়ার পর জামতলায় একটি রাজকীয় বাড়ি নির্মাণ করেছিলেন, যা বিদেশি মার্বেল পাথরের মাধ্যমে নির্মিত হয়েছিল। তিনি মন্তব্য করেন, "এটা প্রমাণ করে যে, শামীম ওসমান অবৈধভাবে প্রচুর অর্থ আয় করেছেন।" অন্যদিকে, মুহাম্মদ গিয়াসউদ্দিন ২০০১-২০০৬ সালে এমপি থাকাকালীন সময়ে "রাজপ্রাসাদ" নির্মাণ করেননি। তিনি নিজের সামর্থ্য থেকে ভোগে নয়, ত্যাগে বিশ্বাসী ছিলেন এবং অবৈধ আয় করেননি।

গিয়াসউদ্দিন সম্পর্কে সীমান্ত প্রধান বলেন, "গিয়াসউদ্দিন সাহেব তার সন্তানদেরকে বিনয়ী হওয়া এবং মুরুব্বীদের সম্মান করতে শিক্ষা দিয়েছেন।" তিনি আরো যোগ করেন, গিয়াসউদ্দিনের সম্পদ একটি সাধারণ বাড়ির মতোই রয়েছে, যা তার লাভ ও ক্ষুধার বিরুদ্ধে ত্যাগের নিদর্শন। তিনি পৈত্রিক জমি মসজিদ, মাদরাসা, স্কুল কলেজের নামে উজাড় করেছেন, যা অন্য কারও তুলনায় এক দৃষ্টান্ত।

তিনি শামীম ওসমান এবং তার সহায়কদের সন্ত্রাসী কার্যক্রমের প্রসঙ্গ তুলে বলেন, লিংক রোডে "নম পার্ক" নামে একটি পার্কে শাহ নিজাম নামের তার সহযাত্রী ভূমিদস্যুতা, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেন। জানে আলম বিপ্লব সহ আরো একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডের উদাহরণ তুলে ধরেন, যা তিনি দাবি করেন নারায়ণগঞ্জের তল্লা এলাকায় ঘটেছিল।

সীমান্ত প্রধান আরও বলেন, "যারা সন্ত্রাসী চাঁদাবাজি করবে, তারা গিয়াসউদ্দিন সাহেবের সঙ্গে চলার যোগ্য নয়। গিয়াসউদ্দিন সাহেব কখনোই এমন অন্যায়কারীদের প্রশ্রয় দেননি, এবং তার সন্তানদেরও ওই পথ অনুসরণ করতে শেখানো হয়েছে।"

এদিনের সভায় ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট খন্দকার আখতার হোসেন সভাপতিত্ব করেন, এবং ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান মাহমুদ মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়