২০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৪৩, ২০ অক্টোবর ২০২৫

সিটি করপোরেশনে মশক নিধনে আলাদা বিভাগ গঠনের দাবি

সিটি করপোরেশনে মশক নিধনে আলাদা বিভাগ গঠনের দাবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মশক নিধন কার্যক্রমকে আরও কার্যকর ও পরিকল্পিত করার দাবিতে “নগর ভাবনা” নামে নাগরিক সংগঠনটি আলাদা মশক নিধন বিভাগ গঠনের দাবি জানিয়েছে।

সোমবার (২০ অক্টোবর) দুপুর আড়াইটায় নগর ভাবনার নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মো. আবদুল্লাহর বরাবর চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক অসিত বরণ বিশ্বাস, নিগার সুলতানা পলি, কাজী মাহবুব আলম জয়, হাদিউজ্জামান গালিব, মো. লিলু মিয়া, গোপাল ঘোষ ও মুন্নী সরদার প্রমুখ।

স্মারকলিপিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রতিটি ওয়ার্ডে আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। হাসপাতালগুলোতে শয্যা সংকট তীব্র আকার ধারণ করেছে এবং মৃত্যুহারও বেড়ে যাওয়ায় নগরবাসীর মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, শুধু ওষুধ ছিটিয়ে এ সংকট মোকাবিলা সম্ভব নয়। নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় সমন্বয়হীনতা, অপরিকল্পিত কর্মপদ্ধতি এবং বৈজ্ঞানিক তত্ত্বাবধানের অভাবেই ডেঙ্গু পরিস্থিতি মহামারির রূপ নিয়েছে।

নগর ভাবনার নেতৃবৃন্দ জানান, এডিস মশার প্রজনন নিয়ন্ত্রণকে কেবল মৌসুমি নয়, বরং বছরব্যাপী একটি জনস্বাস্থ্যগত চ্যালেঞ্জ হিসেবে দেখতে হবে। আসন্ন শীতে মশার প্রকোপ কিছুটা কমলেও এবারের অভিজ্ঞতা ভবিষ্যতের বড় বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে।

দাবিসমূহ হলো: মশক নিধন কার্যক্রমকে স্বাস্থ্য বিভাগ থেকে পৃথক করে একটি স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ বিভাগ হিসেবে গড়ে তুলতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিয়োগ দিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে ম্যাপভিত্তিক বছরব্যাপী মশক নিধন কার্যক্রম পরিচালনা করতে হবে। সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করতে হবে। নাগরিক সংগঠনগুলোর সহযোগিতায় বছরব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে।

স্মারকলিপি গ্রহণ করে প্রশাসক আবু নছর মো. আবদুল্লাহ বলেন, “মশক নিধন কার্যক্রমকে গতিশীল করতে আলাদা বিভাগ গঠন সময়ের দাবি। দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়