০৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৮:৫৮, ৬ অক্টোবর ২০২৫

ডেঙ্গু-যানজট সমস্যা নিয়ে নগরভবনে এনসিপির নেতারা

ডেঙ্গু-যানজট সমস্যা নিয়ে নগরভবনে এনসিপির নেতারা

নগরীর ডেঙ্গু পরিস্থিতি, যানজট ও নাগরিক সমস্যা নিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

সোমবার (৬ অক্টোবর) সকালে নগরভবনে সিটি প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সদস্য সচিব ও জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আবদুল্লাহ আল আমিন, দক্ষিণাঞ্চলের সংগঠক শওকত আলী, কেন্দ্রীয় সদস্য ও জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু।

এনসিপির নেতারা নগরীর ডেঙ্গু পরিস্থিতি, যানজট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও নাগরিক সমস্যার সমাধান দাবি করেন।

সাক্ষাতের বিষয়ে শওকত আলী বলেন, “আমাদের উদ্বেগকে সিটি কর্পোরেশন প্রশাসক গুরুত্বের সাথে বিবেচনা করেছে। ডেঙ্গু মশা নিধনে সিটি কর্পোরেশনের চলমান কার্যক্রম আজকে থেকেই দ্বিগুণ করার সিদ্ধান্ত নিয়েছেন। সচেতনতামূলক কাজের ও পরিকল্পনা করলেন। সেই সাথে জনগণকে ও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।”

সর্বশেষ

জনপ্রিয়