০৭ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:১৬, ৬ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:১৮, ৬ অক্টোবর ২০২৫

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে জরুরি উদ্যোগ নিতে হবে: তরিকুল সুজন

ডেঙ্গু প্রতিরোধে সমন্বিতভাবে জরুরি উদ্যোগ নিতে হবে: তরিকুল সুজন

“ডেঙ্গুর বর্তমান ভয়াবহতার মূল কারণ হলো মশা নিধনে কর্তৃপক্ষের চরম অবহেলা,”- এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন। তিনি বলেন, “গত দুই মাসে আমরা একবারও মশার ওষুধ ছিটাতে দেখিনি, কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর উদ্যোগও নেওয়া হয়নি।”

সোমবার (৬ অক্টোবর) সকাল ১১টায় ১২ নম্বর ওয়ার্ডের প্রভাতী সংসদের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

তরিকুল ইসলাম আরও বলেন, “নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার খাল-নালায় পানি জমে মশার বংশবৃদ্ধি হচ্ছে, যার ফলে এখন শিশুদেরও ডেঙ্গুতে আক্রান্ত হতে দেখা যাচ্ছে। শুধুমাত্র কর্তৃপক্ষ নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। আমরা সবাই মিলে যদি ঘরবাড়ির আঙিনা, ছাদ ও আনাচে-কানাচে জমে থাকা পানি পরিষ্কার না রাখি, তাহলে ডেঙ্গু থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যদি নিয়মিতভাবে কার্যকর ওষুধ ছিটাতো ও নালা-নর্দমা পরিষ্কারে মনোযোগ দিতো, তবে ডেঙ্গুর প্রকোপ এত মারাত্মক আকার নিত না। এই দায় নাসিক এড়াতে পারে না। তবে সময় এখনো শেষ হয়ে যায়নি, সিটি কর্পোরেশন ও জেলা স্বাস্থ্য বিভাগকে অবশ্যই সমন্বিতভাবে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। এখনই মশার প্রজননস্থল ধ্বংসে ক্রাশ কর্মসূচি গ্রহণ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গণসংহতি আন্দোলনের জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর সমন্বয়কারী মো. বিপ্লব খান, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি সাঈদুর রহমান, সহসভাপতি তাইরান আবাবিল রোজা, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, এবং সামাজিক সংগঠন প্রভাতী সংসদের কবির হোসেন, সেলিম আহমেদ, আরিফুল হাসান, আর এ রিয়াদ প্রমুখ।

কর্মসূচিতে জনসচেতনতা বৃদ্ধি ও ডেঙ্গুর লার্ভা ধ্বংসে রাসায়নিক কীটনাশক স্প্রে করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়