২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৫৩, ২৪ সেপ্টেম্বর ২০২৫

‘দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে নারীদের অধিকার-দাবি নিশ্চিত হবে’

‘দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে নারীদের অধিকার-দাবি নিশ্চিত হবে’

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) নাসিক ১৯নং ওয়ার্ডে তিনি এ গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালান।

গণসংযোগ মদনগঞ্জ বাজার মসজিদের সামনে থেকে শুরু হয়ে কাচা বাজার, বটতলা, বসুন্ধরা, পুলিশ ফারির মোড় হয়ে ফরাজিকান্দা স্টানে শেষ হয়।

এসময় মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, দেশে কোরআনের আইন না থাকার কারণে দেশটি জুলুমের মধ্যে নিমজ্জিত হয়েছে। এ জুলুম থেকে মুক্তি পাওয়ার মূল মন্ত্র হলো আল্লাহর আইন অনুসারে সৎ শাসন। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুরু থেকেই দেশের জনগণের কল্যাণে কাজ করে এসেছে এবং এই কাজ আরও বিস্তৃতভাবে করার সুযোগ এখন হাতে এসেছে।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ আশা প্রকাশ করেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা হলে নারীদের অধিকার ও দাবি নিশ্চিত হবে এবং দেশের মানুষ ন্যায় ও সমৃদ্ধিতে অংশীদার হবে।

গণসংযোগে উপস্থিত ছিলেন বন্দর দক্ষিণ থানা আমীর ফজলুল হাই জাফরী, থানা সেক্রেটারি কাজী রেদোয়ানুল হক মামুন, ওয়ার্ড সভাপতি গোলাম আহাদ, দিলবার হোসাইন, আবুল হোসেনসহ এলাকার শতাধিক জামায়াত নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়