২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি

এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবি

মেট্রোরেল প্রকল্প এমআরটি-২ এ নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করার দাবিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহর কাছে স্মারকলিপি দিয়েছে গণসংহতি আন্দোলন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদানকালে তরিকুল সুজন বলেন, “মেট্রোরেল প্রকল্প প্রস্তাবকারী কর্তৃপক্ষ হচ্ছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), আর বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হলো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। ইতোমধ্যে ৩ সেপ্টেম্বর ডিএমটিসিএল, ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক এবং ১১ সেপ্টেম্বর ডিটিসিএ কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। এবার নাসিক প্রশাসকের কাছে দাবি জানানো হলো। নারায়ণগঞ্জকে বাদ দিয়ে ঢাকার সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জবাসীকে যানজটের অসহনীয় ভোগান্তি থেকে মুক্ত করতে মেট্রোরেল অপরিহার্য। একইসাথে প্রাচ্যের ডান্ডিখ্যাত এই শহরকে পরিকল্পিত, সমন্বিত ও টেকসই করে গড়ে তুলতে মেট্রোরেল সংযোগ অত্যাবশ্যক। কিন্তু দীর্ঘদিন ধরে ঢাকার নিকটতম এই জেলাকে অবহেলা ও ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে। আমরা নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধ হয়ে এই বঞ্চনার বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানাই।”

স্মারকলিপি প্রদানকালে প্রশাসক ড. আবু নছর মো. আবদুল্লাহ গণসংহতি আন্দোলনের নেতৃবৃন্দকে আন্তরিক আশ্বাস দেন এবং বিষয়টিকে দায়িত্বশীলভাবে বিবেচনার প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দল এটিকে স্বস্তিদায়ক হিসেবে অভিহিত করেছে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন- জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর নির্বাহী সমন্বয়কারী পপি রাণি সরকার, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা।

সর্বশেষ

জনপ্রিয়