২৫ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:৩১, ২৪ সেপ্টেম্বর ২০২৫

বৃহস্পতিবার ছাত্র ফেডারেশনের ৯ম জেলা সম্মেলন

বৃহস্পতিবার ছাত্র ফেডারেশনের ৯ম জেলা সম্মেলন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবম জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)। সকাল ১১টায় উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা সভাপতি ফারহানা মানিক মুনা এবং সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক সৃজয় সাহা। সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মশিউর রহমান রিচার্ড।

দুইদিনব্যাপী এই সম্মেলনে জেলায় মেডিকেল কলেজ স্থাপন এবং নারায়ণগঞ্জের বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচনের ডাক বিষয়ে আলোচনা করা হবে। সম্মেলনের প্রথম দিনে উদ্বোধনী সমাবেশ ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে, যেখানে আগামী নেতৃত্ব নির্বাচিত হবে।

সম্মেলনের দ্বিতীয় দিন ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সমাবেশ এবং সাংস্কৃতিক আয়োজন। এদিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

এছাড়া চলমান মাজার-আখড়া ভিন্ন মতাদর্শের প্রতি হামলার প্রতিবাদস্বরূপ বাউল সংগীতসহ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়