০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১৬, ১ মে ২০২৫

শ্রমিক নিপীড়ন বন্ধ ও গ্রেফতার নেতাদের মুক্তি দাবি শ্রমিক ফ্রন্টের

শ্রমিক নিপীড়ন বন্ধ ও গ্রেফতার নেতাদের মুক্তি দাবি শ্রমিক ফ্রন্টের

আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে গণতান্ত্রিক শ্রম আইন, ন্যায্য মজুরি, শ্রমিকের সামাজিক সুরক্ষা ও অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার বাস্তবায়নের দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা।

বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এ সমাবেশে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতারকৃত শ্রমিক নেতাদের মুক্তির দাবিও তোলা হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি আবু নাঈম খান বিপ্লব।

বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাংগঠনিক সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট সভাপতি জামাল হোসেন এবং মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের সভাপতি তাজুল ইসলাম।

নেতারা বলেন, “১৩৯ বছর আগে হে মার্কেটের আন্দোলনের মধ্য দিয়ে ৮ ঘণ্টা শ্রমের অধিকার প্রতিষ্ঠা পেলেও আজও বাংলাদেশের শ্রমজীবী মানুষের ৮৫ শতাংশ শ্রম আইনের সুরক্ষার বাইরে। বিভিন্ন কৌশলে শ্রমিকদের দিয়ে ৮ ঘণ্টার বেশি কাজ করানো হচ্ছে, তাদেরকে ন্যায্য মজুরি ও অবসরের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে।”

তারা আরও বলেন, “সরকার একদিকে শ্রম সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিচ্ছে, অন্যদিকে ট্রেড ইউনিয়ন গঠনের মতো মৌলিক অধিকার চর্চায় বাধা দিচ্ছে। গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সীমা আক্তার, রবিনটেক্স শ্রমিক ইউনিয়নের নেতা, চট্টগ্রামে রিকশা সংগ্রাম পরিষদের আল কাদেরি জয়, মিরাজ উদ্দিন, রোকনউদ্দিনসহ আটজন শ্রমিক নেতাকে গ্রেফতার করে কারাগারে আটক রাখা হয়েছে।”

সমাবেশ থেকে নেতারা অবিলম্বে গ্রেফতার শ্রমিক নেতাদের মুক্তি, শ্রমিক নিপীড়ন বন্ধ, শ্রম আইনের সুরক্ষা নিশ্চিত এবং মে দিবসের চেতনাকে ভিত্তি করে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

সর্বশেষ

জনপ্রিয়