ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে বুধবার নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। সংগঠনের জেলা সভাপতি মুহাম্মাদ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করার জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান। এছাড়া, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রজ্ঞাপন জারির আহ্বান জানান।
মুহাম্মাদ আলী বলেন, "বাংলাদেশে ধর্ষণ মহামারী রূপ নিয়েছে। প্রশাসন ব্যর্থতার পরিচয় দিচ্ছে, ফলে জাতি ক্ষুব্ধ।" তিনি আরও বলেন, "যদি দ্রুততম সময়ে ধর্ষকদের মৃত্যুদণ্ড কার্যকর না করা হয়, তাহলে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ শক্তি প্রদর্শন করবে।"
তিনি মাগুরার শিশু আছিয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "আছিয়া মিডিয়ার কল্যাণে শিরোনাম হলেও, হাজারো আছিয়া অপরাধীদের শাস্তি ছাড়াই হারিয়ে যায়। তাই, দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করা জরুরি।"
বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন: জাতীয় শিক্ষক ফোরাম নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সভাপতি আরিফুল ইসলাম, ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি সাইদুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে বক্তারা ধর্ষণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।





































