১৩ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:৪৩, ১২ অক্টোবর ২০২৫

সন্তানকে টিকা দিয়ে ভীতি দূর করলেন নাসিক স্বাস্থ্য কর্মকর্তা

সন্তানকে টিকা দিয়ে ভীতি দূর করলেন নাসিক স্বাস্থ্য কর্মকর্তা

দেশব্যাপী শিশুদের টাইফয়েড টিকাদান কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। এ সময় প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম নিজের মেয়েকে প্রথম টিকা প্রদান করে অভিভাবকদের মধ্যে থাকা টিকাভীতি দূর করেন।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১ টায় শহরের ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলে টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাকির হোসেন।
এ সময় জাকির হোসেন বলেন, “আমরা ২ লাখেরও বেশি শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করেছি। সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের টাইফয়েডের টিকা দেওয়া হবে। এই টিকা যেমন নিরাপদ, তেমনি শিশুদের টাইফয়েড ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাবে। অভিভাবক ও শিক্ষকদের সহযোগিতায় আমরা সফলভাবে এই কর্মসূচি সম্পন্ন করতে পারবো।”

এ সময় আরও উপস্থিত ছিলেন ইমপেরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সালিনা এ চৌধুরী, নাসিকের ইপিআই কর্মকর্তা নাসির হোসেন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়