ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস উপলক্ষে আলোকপ্রজ্জ্বলন বুধবার

মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস উপলক্ষে আলোকপ্রজ্জ্বলন কর্মসূচি পালন করবে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। আগামী ৮ অক্টোবর (বুধবার) সন্ধ্যা ছয়টায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জোটের প্রচার ও দপ্তর সম্পাদক উজ্জ্বল উচ্ছ্বাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “আজ তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১৫১ মাস। শেখ হাসিনা সরকার সাড়ে এগার বছর এ বিচারটি বন্ধ করে রেখেছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিচার প্রক্রিয়া আবার শুরু করলেও অভিযোগপত্র এখনো আদালতে পেশ করা হয়নি। ত্বকী হত্যা দেশে বিচারহীনতা ও রাষ্ট্রের বৈষম্যমূলক বিচার ব্যবস্থার নগ্ন উদাহরণ।”
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ত্বকী হত্যার ১৫১ মাস উপলক্ষে ত্বকীসহ নারায়ণগঞ্জ ও দেশের সব হত্যার বিচারের দাবিতে আগামী ৮ অক্টোবর সন্ধ্যা ছয়টায় আলোকপ্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হবে।