বিসিকে পোশাক শ্রমিককে আটকে রেখে মারধর ও হত্যার হুমকি

ফতুল্লা শিল্পাঞ্চল বিসিকের টেক্সলাইন গার্মেন্টসের বিরুদ্ধে বকেয়া বেতন পরিশোধের কথা বলে ডেকে নিয়ে শ্রমিককে মারধর এবং ঘটনা প্রকাশে প্রাণ নাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় বিসিক শিল্পাঞ্চলের ১নং গলিতে মো. হেলালের (২১) সাথে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলা।
শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা গার্মেন্ট শ্রমিক সংহতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মো. হেলাল দীর্ঘদিন ধরে টেক্সলাইন গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিল। যাবতীয় নিয়ম অনুসরণ করে এ মাসে সে চাকরি ছেড়ে গত মাসের বেতন দাবি করেন। বকেয়া বেতন পরিশোধের বিষয়ে তাকে নানাভাবে হেনস্তা করা হচ্ছিল। বৃহস্পতিবার বকেয়া বেতন পরিশোধের কথা বলে হেলালকে ডেকে নিয়ে যায় গার্মেন্টস কর্তৃপক্ষ। সে কারখানায় গেলে টেক্সলাইন গার্মেন্টের মালিক তরিকুল ইসলামের চাচাতো ভাই শিহাবের (৩০) নেতৃত্বে অন্তত ১০ থেকে ১২ জন মিলে হেলালকে কারখানার ভেতর ঘণ্টাখানেক আটকে রেখে বেধড়ক মারধর করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভুক্তভোগী হেলাল বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি মাসদাইর অঞ্চলিক কমিটির সদস্য। এ ঘটনায় শুক্রবার রাতে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ করেন তিনি।