২৮ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২০:১২, ২৭ সেপ্টেম্বর ২০২৫

আমার নারায়ণগঞ্জ আমাকে পরিষ্কার রাখতে হবে: দিলারা মাসুদ ময়না

আমার নারায়ণগঞ্জ আমাকে পরিষ্কার রাখতে হবে: দিলারা মাসুদ ময়না

“আমার নারায়ণগঞ্জ, আমাকে পরিষ্কার রাখতে হবে”- এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্রের হকারদের সচেতন করতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় সরেজমিনে উপস্থিত হন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।

২ নম্বর রেলগেট থেকে চাষাড়া মোড় পর্যন্ত রাস্তাজুড়ে বসা হকারদের কাছে গিয়ে তিনি ব্যবসার পর ফেলে রাখা ময়লা-আবর্জনা, পলিথিন, ভ্যানগাড়ির ডাব ও গেন্ডারি বিক্রেতাদের বর্জ্য নিয়ে সরাসরি কথা বলেন এবং সচেতন হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, “প্রতিটি হকারের সঙ্গে একটি করে ময়লার ঝুড়ি থাকতে হবে। দোকান বন্ধের পর নিজ নিজ বর্জ্য অবশ্যই ডাম্পিংয়ে ফেলতে হবে। হকাররা ব্যবসা করবে, তাতে আপত্তি নেই, কিন্তু নির্ধারিত স্থানে না গিয়ে রাস্তায় দোকান বসানোয় নানা সমস্যা তৈরি হচ্ছে।”

দিলারা ময়না অভিযোগ করেন, হকারদের ফেলে রাখা ময়লার কারণে শহরের ড্রেনগুলো দ্রুত বন্ধ হয়ে যায়, সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি বলেন, “নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতার মূল কারণ হকারদের অব্যবস্থাপনা। ড্রেনের মুখ বন্ধ হয়ে শহর অকেজো হয়ে পড়ছে। এর ফলে বাসিন্দারা ভোগান্তিতে পড়ছেন।”

তিনি আরও বলেন, “জ্যাম থেকে শুরু করে পথচারীদের চলাচলের অসুবিধা—সব কিছুর জন্য হকারদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড দায়ী। মনে হয় নারায়ণগঞ্জের কোনো অভিভাবক নেই। এই অব্যবস্থাপনা বন্ধ করতে হবে। নারায়ণগঞ্জকে নতুন করে জাগ্রত করতেই আজ আমরা রাজপথে দাঁড়িয়েছি।”

মহিলা দলের পক্ষ থেকে তিনি প্রতিদিন এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এবং নারায়ণগঞ্জবাসীর কাছে দোয়া চান।

এসময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক দিপালী আক্তার, ১৮ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভাপতি সালমা আক্তার, সাধারণ সম্পাদক বন্যা আক্তার, সাংগঠনিক সম্পাদক সুমি আক্তার, ২৩ নম্বর ওয়ার্ডের লিপি আক্তারসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় বাসিন্দারাও এ কার্যক্রমে অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়