ডেঙ্গু আক্রান্ত বিপ্লবকে দেখতে গেলেন ছাত্র ফেডারেশন

বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টায় ডেঙ্গু আক্রান্ত গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী নিয়ামুর রশিদ বিপ্লবকে তার বাড়িতে দেখতে যান।
এসময় নবনির্বাচিত কমিটির সভাপতি সাইদুর রহমান তাঁর শারীরিক খোঁজখবর নেন এবং নারায়ণগঞ্জের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। নবনির্বাচিত কমিটিকে মহানগরের সমন্বয়কারী শুভকামনা জানান।
উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইউশা ইসলাম, সহ-সভাপতি তাইরান আবাবিল রোজা, সাধারণ সম্পাদক সৌরভ সেন, সহ-সাধারণ সম্পাদক মৌমিতা নূর, সাংগঠনিক সম্পাদক শাহিন মৃধা, সহ-সাংগঠনিক সম্পাদক মুক্ত শেখ, দপ্তর সম্পাদক শেখ সাদী, স্কুল বিষয়ক সম্পাদক অনামিকা চৌধুরি, প্রচার সম্পাদক স্বপ্নীল শোভন, কার্যকরী সদস্য সিয়াম সরকার এবং সিদ্দিরগঞ্জের সংগঠক মোঃ সোহাগ।