কমবয়সী আন্তর্জাতিক মাস্টার নীড়কে শুভেচ্ছা জানাল জেলা প্রশাসন
বাংলাদেশের দাবা অঙ্গনে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন জাতীয় দাবা চ্যাম্পিয়ন মনন রেজা নীড়। মাত্র ১৪ বছর ৩ মাস বয়সে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদের রেকর্ড ভেঙে দেশের সবচেয়ে কমবয়সী আন্তর্জাতিক মাস্টার হয়েছেন তিনি। তার এই অসামান্য সাফল্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা জানানো হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মাহমুদুল হক ফুল দিয়ে নীড়কে শুভেচ্ছা জানান। এ সময় তিনি বলেন, "মনন রেজা নীড় শুধু নারায়ণগঞ্জ নয়, পুরো দেশের জন্য গর্বের বিষয়। তিনি বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা জানাই।"
জানা গেছে, ছোটবেলা থেকেই মনন রেজা নীড়ের মধ্যে ছিল মেধার অনন্য ছাপ। মাত্র আড়াই বছর বয়সে স্কুলে ভর্তি হতে গিয়েও বয়সজনিত কারণে ব্যর্থ হন। পরে সাড়ে তিন বছর বয়সে নারায়ণগঞ্জের ফিলোসোফিয়া স্কুলে ভর্তি হয়ে পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকি, গান, ও কবিতা আবৃত্তিতে মনোনিবেশ করেন।
তার বাবা নাজিম রেজার অনুপ্রেরণায় দাবার প্রতি আগ্রহ জন্মায়। ২০১৭ সালে মাত্র সাত বছর বয়সে নাহার চেস একাডেমির কোচ নাজমুল হাসান রুমির তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সফল হন।
গত বছরের ৪ অক্টোবর হাঙ্গেরিতে অনুষ্ঠিত গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় মনন তৃতীয় নর্ম অর্জন করেন। ৮ খেলায় ৬ পয়েন্ট পেয়ে ফিদে মাস্টার থেকে আন্তর্জাতিক মাস্টার হিসেবে স্বীকৃতি পান তিনি।
এই অর্জনের ফলে বাংলাদেশে আন্তর্জাতিক মাস্টারের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ। মননের পাশাপাশি এ তালিকায় রয়েছেন জিল্লুর রহমান, আবু সুফিয়ান, মিনহাজ উদ্দিন, এবং ফাহাদ রহমান।