বিজয় দিবসে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির নেতারা শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে একটি বিজয় র্যালি বের করেন। র্যালি শেষে চাষাঢ়া বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ। তিনি বলেন, “আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে যারা ষড়যন্ত্র করবে, সেই একাত্তরের পরাজিত শক্তি ও ফ্যাসিবাদের দোসররা যদি আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করে, তাহলে এই বীর জনতা তাদের পুনরায় পরাস্ত করবে। এর মধ্য দিয়েই বাংলাদেশের গণতন্ত্র, আইনের শাসন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনা পুনঃপ্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি নতুন, গণতান্ত্রিক বাংলাদেশ নির্মিত হবে।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, জেলা শ্রমিক দলের সভাপতি মন্টু, জেলা বিএনপির সদস্য নাজিম হাসান মিঠু, একরামুল কবির মামুনসহ দলীয় নেতাকর্মীরা।





































