সোনারগাঁয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী জলি বেগমকে (৩৫) শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামী রবিউল ইসলামকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের উত্তর সোনাপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
গ্রেপ্তার রবিউল ইসলাম পাবনা জেলার আতাইকুলা থানার আবির হকের ছেলে। নিহত জলি বেগম একই এলাকার আব্দুস সালামের মেয়ে।
স্থানীয়রা জানান, রবিউল ইসলাম উত্তর সোনাপুর এলাকায় আব্দুল আজিজের বাড়িতে ভাড়া থাকতেন। অভিযুক্ত স্বামী বেশ কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। সোমবার সকাল আনুমানিক ১০টার দিকে ফাঁকা বাড়িতে স্ত্রী জলি বেগমের গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুরুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকা-ের প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে।





































