২৪ জানুয়ারি ২০২৬

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৩৬, ২৩ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ১

সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন-গাঁজাসহ গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যৌথ অভিযানে হেরোইন ও গাঁজাসহ একজন মাদককারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সোনারগাঁ থানার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কে-বির মাঠের পূর্ব পাশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ জাকির হোসেন (৪২)। তিনি সোনারগাঁ থানার মধ্যপাড়া কাঁচপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে।

অভিযানকালে তার কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, ২০ গ্রাম লুজ গাঁজা, মাদক বিক্রির নগদ ১২ হাজার ৫০০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়